প্রকাশিত: Sun, Mar 10, 2024 11:41 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:03 AM

[১]বিএনপি নেতা মেজর হাফিজ জামিন পেলেন

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] ঢাকা মহানগর দায়রা জজ  আস সামছ জগলুল হোসেনের আদালত রোববার শুনানি শেষে রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

[৩] ‘আমাদের নতুন সময়’কে বিষয়টি জানিয়েছন,আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম ফিরোজ ।

[৪] তিনি আরও জানান, গত ৫ মার্চ, ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মেজর হাফিজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল দায়েরের পর জামিন আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এই মামলায় জামিন পাওয়ায় মেজর হাফিজের কারামুক্তিতে আর কোনও বাধা নেই।

[৫] গত ১৪ ডিসেম্বর, ২০২৩, হাঁটুতে অস্ত্রোপচার চিকিৎসার জন্য দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তাকে দঃ বিঃ ১৪৩ ও ৪৩৫ ধারায় মোট ২১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত। পরে গত ৩ মার্চ, ২০২৪ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরে আজ আদালতে আত্মসমর্পণ করেন হাফিজ। তবে এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিনে কারামুক্ত হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী। সম্পাদনা: সমর চক্রবর্তী